দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ‘‘আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে হবো সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়বো’’ এই প্রতিপাদ্যে জাতীয় কণ্যা শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর‘র আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সর্বস্তরের অংশগ্রহনে এক র্যলি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা, কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, ওসি তদন্ত মীর মাহবুবুর রহমান, উপজেলা তথ্যআপা জান্নাত আরা পপি প্রমুখ।
বক্তারা বলেন, বাল্য বিয়ে প্রতিরোধ, ইভটিজিং সহ কন্যা শিশুদের নিরাপত্তায় সকল কে এগিয়ে আসতে হবে। সেই সাথে উপরোক্ত বিষয়ে প্রতিরোধ গড়ে তুলতে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান।