দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নিরাপদ দুরত্ব বজায় রেখে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৪টি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ‘‘বঙ্গবন্ধুর জীবনাদর্শ’’ নিয়ে প্রতিযোগিতাপুর্ব আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, শিক্ষক জিয়াউল হক শুভ প্রমুখ।