দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনা দুর্গাপুরে যুবকদের সাহিত্য পাঠের অভ্যাস গড়ে তোলার লক্ষে চালু হলো ভ্রাম্যমাণ পাঠাগার। মানবতার ফেরিওয়ালা রিকশাচালক তারা মিয়ার অটোরিকশায় চালু হলো এ পাঠাগার। রোববার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব চত্বরে এর উদ্বোধন করেন সর্বজন শ্রদ্ধেয় স্থানীয় প্রবীণ শিক্ষক সুরথ চন্দ্র দে।
এ সময় প্রেসক্লাবের আহবায়ক শাহাদাত হোসেন কাজল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহন মিয়া, সাংবাদিক জামাল তালুকদার, রাখি দ্রং, রাজেশ গৌর, পথ পাঠাগার‘র সভাপতি নাজমুল হুদা সারোয়ার, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ স্থানীয় গন্যমান ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
স্থানীয় পথ পাঠাগারের ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ অনেকটাই নজর কেড়েছে স্থানীয় সাহিত্য প্রেমী ও পর্যটকদের। আয়োজকরা বলেন, শত ব্যস্ততার মাঝেও মানুষের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস। এ কাজে সকলকে সহায়তা করার জন্য আহবান জানাই।