দুর্গাপুর(প্রতিনিধি)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরের ২ কোটি ৯০ লক্ষ ৮৬ হাজার ৭০০ শত ৪০ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনাতয়নে স্বাস্থ্যবিধি মেনে ইউপি সচিব আঃ কুদ্দছ এর সঞ্চালনায় খসড়া বাজেট ঘোষনা করেন টানা দুইবাবের নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. আলতাবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, আশ্রাব উদ্দিন ফকির, আবুল হাশিম, মিরাজ উদ্দিন, এরশাদ হোসেন, জয়নাল আবেদীন, খোকন মিয়া, জাহানার বেগম, জামেনা খাতুন নাছরীন সুলতানা লাইলী, ফুলপুর আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. লুৎফর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাজেট আলোচনায় ইউপি চেয়ারম্যান আলতাবুর রহমান বলেন, দেশকে ডিজিটাল রাষ্ট্রে পরিণত করতে আওয়ামীলীগ সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাস্তাঘাট সহ সকল স্তরে উন্নয়ন হচ্ছে। সে লক্ষ সামনে রেখে এবারের বাজেট ঘোষণা করা হয়েছে। আশা করি এই বাজের অত্র ইউনিয়নের কাজে আসবে।