দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৯নং ওয়ার্ড ও তার আশপাশের গ্রাম গুলো করোনা সংক্রমণ প্রতিরোধে মানুষের অহেতুক বিচরণ রোধ ও সমাজিক দূরত্ব নিশ্চিত করতে সেচ্ছায় ‘লকডাউন’ ঘোষণা করেছে। বুধবার সকাল থেকে কুল্লাগড়া গ্রামের রাস্তায় রাস্তায় সাইবোর্ড লাগানোর মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
এসময় গ্রামের প্রবেশ পথে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করেন স্থানীয়রা। ব্যারিকেডে ঝুলিয়ে রাখা হয় সর্তক বার্তা। করোনা ভাইরাসের সংক্রমন থেকে রেহাই পেতে এই উদ্যেগ গ্রহন করেছে বলে জানায় গ্রামবাসী। করোনা ভাইরাস প্রতিরোধে বাইরের কোনো লোকজনকে আশপাশের গ্রাম গুলোতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। গ্রামের কেনো লোকজন অপ্রয়োজনীয় কাজে বের হলে তাদেরকে সচেতন করে পুনরায় বাসায় ফিতে যেতে অনুরোধ করছে। জরুরী প্রয়োজনে কেউ গ্রামের বাইরে গেলে ব্যারিকেডের সামনে থেকে হাত না ধুয়ে ওই গ্রামে প্রবেশ করতে দেয়া হয়।
ওই গ্রামের সচেতন তরুণ সুজন সাহা জানান, এই সময়টা নিজের পরিবার, সমাজ ও দেশের স্বার্থে সকলকেই ঘরে থাকা উচিৎ। অনেকেই সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানছি না। অযথা আড্ডা ও সামাজিক দূরত্ব নিশ্চিত না করে চলাফেরা করছে অনেকেই। আমরা ১০-১৫ জন তরুন মিলে, প্রবীণদের পরামর্শ নিয়ে গ্রাম ‘লকডাউন’ করেছি।