দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : মহান আল্লাহর নৈকট্যলাভ ও ত্যাগের অপর নাম হচ্ছে কোরবানী। এমনই এক দৃস্টান্ত স্থাপিত জেলার দুর্গাপুর পৌরসভার সাধুপাড়া এলাকায়। পবিত্র ঈদুল আযহা‘র নামাজ পরবর্তি কোরবানী শেষে সাধুপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থার আলোকে সামর্থবানদের দেয়া কোরবানীর গোশত গুলো সামর্থহীনদের মাঝে বিলিয়ে দেয়া হয়েছে।
এ বিষয় নিয়ে মসজিদ কমিটির সাধারন সম্পাদক শিক্ষানুরাগী মো. সাইদুল ইসলাম রোববার বিকেলে সাংবাদিকদের জানান, প্রতিবারের মতো এবারও সাধুপাড়া এলাকার কোরবানী না দেয়া ১৫০টি সামর্থহীন পরিবারের মধ্যে সংগ্রহকৃত ওই সকল গোশত ইসলামিক ভ্রাতৃত্ববোধে উদ্ভুদ্ধ হয়ে শরীয়ত সম্মতভাবে বিলিয়ে দেয়া হয়েছে। এ কাজে অন্যদের মধ্যে মো. হাফিজ উদ্দিন, প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, প্রভাষক মো. মাহবুবুল আলম, বিশিষ্ঠ সমাজসেবক মো. আলাল উদ্দিন আলাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান সাজ্জাদ বিশেষ ভাবে সহায়তা করেছেন। মহান আল্লাহ্তায়ালা আমাদের এই কোরবানীকে কবুল করুন।