দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে জেলার দুর্গাপুরে সোমেশ^রী নদীর অব্যাহত ভাঙ্গনে গৃহহীন হয়ে পড়ে বেশ কিছু পরিবার। পৌর এলাকার বিরিশিরি ও দক্ষিন ভবানীপুরে এমনই গৃহহীন ১৮টি পরিবারকে ব্যক্তিগতঅর্থে ২বান করে টিন বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ি আলা উদ্দিন আলাল। রোববার বিকেলে গৃহহীনদের মাঝে এ টিন বিতরণ করা হয়।
এ উপলক্ষে তেরী বাজার তার ব্যবসায়িক কার্যালয়ের সামনে টিন বিতরণ কালে অন্যদের মধ্যে, ব্যবসায়ি মো. সাইদ সরকার, নিরঞ্জন চন্দ, উজ্জল সরকার, প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
আলা উদ্দিন আলাল বলেন, এক মানুষ হয়ে নদী ভাঙ্গন কবলিত মানুষের পাশে থাকবো না এটা ঠিক নয়। মহান আল্লাহ আমাকে আপনাদের সহায়তা করার তৌফিক দিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব সময়ই আপনাদের পাশে থেকে সাধারণ মানুষের সেবা করতে পারি।