দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে রুপা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। রোববার সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। রুপা আক্তার উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পশ্চিম গোদারিয়া গ্রামের নুর জামালের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার প্রতিদিনের মত রাতের খাবার শেষে একই রুমে ঘুমিয়েছিলেন স্বামী স্ত্রী। মধ্য রাতে হঠাৎ তার স্বামী প্রসাব করার জন্য ঘুম থেকে উঠলে সে দেখতে পায় তাঁর স্ত্রী ঘরের আড়ার সাথে ঝুলে আছে এই দৃশ্য দেখে সে চিৎকার দিলে তাঁর পরিবার ও আশেপাশের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশ উপপরিদর্শক মো.আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তর কে জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রæতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।