Logo
নোটিশ ::
Wellcome to our website...

দুর্গাপুরে গাড়ি চাপায় বৃদ্ধ নিহত

রিপোর্টারের নাম / ১৯৬ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শিমুলতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মজিদ (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই নিহতের ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ বিরিশিরি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত মীর হোসেনের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলতলী রাস্তার পাশে অবস্থিত টং দোকানের মালিক আব্দুল মজিদ। প্রতিদিনের ন্যায় ওইদিন সকালে হাঁটতে বের হন তিনি। সকাল ছয়টার দিকে আব্দুল মজিদকে গাড়ি চাপা দিয়ে চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে হাসপাতাল কৃর্তপক্ষ আমাদের অবহিত করেন। নিহতের পরিবার থেকে এখনো কোন অভিযোগ পায়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com