দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘কৃষিই সম্মৃদ্ধি’’ এই প্রতিপাদ্যে দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকার ৬০জন প্রশিক্ষণপ্রাপ্ত কৃকদের মাঝে বারী মাল্টা-১ প্রজাতির চারা বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ চারা বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা কৃষি অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন, বিভিন্ন এলাকার প্রশিক্ষণ প্রাপ্ত কৃষকগন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষির মাধ্যমে দেশকে বিশ^বাসীর কাছে নতুন ভাবে তুলে ধরতে, দেশের প্রতিটি উপজেলায় যুগ-উপযোগি কৃষি ভান্ডার গড়ে তোলার উদ্দ্যেগ হাতে নিয়েছেন। যে এলাকায় যে ফসল ভালো জন্মানোর সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে ওই এলাকার আগ্রহী কৃষকদের প্রশিক্ষণ দিয়ে বিনামুল্যে উন্নত জাতের চারা সরবরাহের মধ্য দিয়ে কৃষি সম্মৃদ্ধি এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। এ কাজে সহায়তা করতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।