দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘উদয়ের পথে শুনি কার বানী-নিঃশেষে প্রান যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই’’ এই প্রতিপাদ্যে জেলার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার নানা আয়েজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে সর্বস্তরের অংশগ্রহনে বক্তব্য রাখেন, দুর্গাপুর সার্কেলের এএসপি মাহমুদা শারমীন নেলী, সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন তালুকদার, ওসি শাহনুর এ আলম, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ শে মার্চের সেই কালো রাতের স্মৃতিচারণ করেন উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ। উপস্থিত সকলে শ্রদ্ধাভরে স্মরণ করেন সেই কালো রাতে পাক-হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে জীবন হারানো দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, পুলিশ বাহিনীর সদস্যসহ আপামর মুক্তিকামী জনগণকে। পরিশেষে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার সোনার বাংলা গড়ে তোলার আহবান জানান।