দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে কোভিড-১৯ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্যদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ কার্য ও নগদ জিআর চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পৌরসভার পক্ষ থেকে এ চাল বিতরণ করা হয়।
এ উপলক্ষে পৌরসভা চত্বরে এ কার্যক্রম উদ্ধোধন করেন মেয়র মোঃ আলাউদ্দিন আলাল। পৌর এলাকায় কোভিড – ১৯, বন্যায় ক্ষতিগ্রস্থ্য ও ১ হাজার হতদরিদ্রদের মাঝে ১০কেজি চাল ও ২৫০ জনের মাঝে নগদ পাঁচশত করে টাকা প্রদান করা হয়। এ সময় প্যানেল মেয়ন মশিউজ্জামান বাদল, পৌর সচিব তৌহিদুল ইসলাম, পৌর প্রকৌশলী নওশাদ আলম, সি.ও আবুল কালাম আজাদ, কাউন্সিলর আব্দুর রাশিদ সহ অন্যান্য কাউন্সিলর ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
মেয়র আলাউদ্দিন বলেন, পৌরসভার বিভিন্ন এলাকায় বেশকিছু হত-দরিদ্র পরিবার রয়েছে। ইতিপুর্বে বিভিন্ন সময়ে তারা নানাবিধ সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। এ ধরনের প্রাপ্য থেকে যাতে বঞ্চিত না হয়, নীচু থেকে উচু পর্যায়ের সকল মানুষ আমাকে ভোট দিয়ে মেয়র বানিয়েছেন। পৌরসভার সকল ধরনের সেবা মানুষের দোর গোড়ায় পৌছে দেয়ার জন্য অফিসের সকলকে নির্দেশ দেয়া হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন দুর্গাপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে পারি।