দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘সকলের তরে সকলে মোরা-প্রত্যেকে মোরা পরের তরে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে তিনআলী গ্রামের কৃষদের ধান কেটে দিয়েছে সরকারী ভাবে গঠিত করোনা মোকাবেলায় সেবাদানকারী সেচ্ছাসেবক দল। ওই এলাকায় ধানের বাম্পার ফলন হওয়ায় চলতি মৌসুমের ইরি-বোরো ধান কাটা শুরু হলেও করোনাভাইরাস পরিস্থিতিতে যানবাহন চলাচল না করায় ধান কাটা শ্রমিক সংকট দেখা দেয়ায় সেচ্ছাসেবক দল এ উদ্দ্যেগ গ্রহন করেন।
এ নিয়ে বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, দুর্গাপুর সদর ইউনিয়নের তিনআলি গ্রামের কৃষকদের প্রায় ৮ কাঠা জমির পাকা ধান কেটে দিয়েছে। সেচ্ছাসেবক দলের আহবায়ক প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া নেতৃত্বে প্রায় ৪০ জন সেচ্ছাসেবক এই ধান কাটার কাজে অংশ নেন। এ সময় অন্যদের মধ্যে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা এবিএল রেজুয়ান, উপজেলা একাজেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া জানান, উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত ‘‘করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জরুরী সেবাদানকারী সেচ্ছাসেবকগন’’ দেশের এই ক্রান্তিলগ্নে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম এর নির্দেশে দুর্গাপুর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সেবামুলক কাজ করে যাচ্ছে। এখানে ডাক্তার, সাংবাদিক, এনজিওকর্মী, প্রভাষক, শিক্ষক, ব্যবসায়ী, সরকারী-বেসরকারী কর্মচারী-কর্মকর্তাগন সেচ্ছায় এগিয়ে এসেছেন সেবামুলক কাজ করতে। দেশের স্বার্থে সকলকে বেঁচে থাকতে হবে এই প্রত্যয়ে কেউ ঘর থেকে বাহির না হয়ে, প্রশাসনের বিধিনিষেধ মেনে নিরাপদ দুরত্ব বজায় রেখে নিজ নিজ ঘরে অবস্থান করতে সকলকে আহবান জানান।