দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার সুসঙ্গ দুর্গাপুরের বহেরাতলী গ্রামে উদ্বোধন করা হলো পথ পাঠাগারের তৃতীয় শাখা। শনিবার বিকেলে টংক আন্দোলনের সংগ্রামী নারী নেত্রী কুমুদিনী হাজং এই শাখা উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক নাজমুল হুদা সারোয়ার, সাংবাদিক মামুন রণবীর, রাজেশ গৌড়, শফিকুল আলম সজীব, কবি মাসুদ রানা, মোবারক হোসেন মিলন, শিক্ষার্থী লিপি হাজং সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাঠাগারের প্রতিষ্ঠাতা নাজমুল হুদা সারোয়ার বলেন, ইতোপুর্বে সাহিত্য পাঠে যুব সমাজকে উৎসাহিত করার লক্ষে দুর্গাপুর ও শিবগঞ্জে ২টি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। আজ টংক আন্দোলনের সংগ্রামী নারীনেত্রী কুমুদিনী হাজংয়ের হাত ধরে পথপাঠাগারের তৃতীয় শাখার যাত্রা শুরু করলো। বই হোক মানুষের নিত্যসঙ্গী। সুসঙ্গ থেকে সারা দেশের গ্রাম পর্যায়ে পথ পাঠাগারের শাখা ছড়িয়ে দেয়ার ইচ্ছা রয়েছে আমাদের।