দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পদবী ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে কর্মবিরতি শুরু হয়েছে। রোববার সকাল থেকে উপজেলা চত্তরে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসুচী পালিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মচারীগণের গ্রেড ১৩- ১৬তম) পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতী কর্মসুচী পালন করা হয়। কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন মো. আব্দুল মোতালেব, মিতা হাজং, মো. তাজউদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে। অবিলম্বে মাঠ প্রশাসনে কর্মরত ৩য় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও পদ মর্যাদা বৃদ্ধি এবং বেতন গ্রেড পরিবর্তনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।