দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে রেখা দেবী (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী বাড়ির রান্না ঘরের পিছনে আম গাছের ডালের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাতে কুল্লাগড়া ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষার্থী একই গ্রামের সুচিত্র হাজং এর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেখা দেবীর কিছুদিন আগে একটি বিয়ে ঠিক হয়েছিলো। বুধবার রাতে পরিবারের লোকজন রেখা দেবীকে তার রুমে না পেয়ে খোঁজাখুজি শুরু করলে এক পর্যায়ে বসতবাড়ীর রান্না ঘরের পিছেন আম গাছের ডালে রেখা দেবীর ঝুলন্ত লাশ দেখতে পায়।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিচার ইনচার্জ শাহনুর-এ-আলম মৃত্যুুর সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে। ওই রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।