দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হওয়ার লক্ষে সকল প্রকার গণ-জমায়েত সম্পুর্ন নিষিদ্ধ করা হয়েছে। শনিবার দুপুরে এক বিয়ের অনুষ্ঠান পন্ড করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম।
এ উপলক্ষে শনিবার দুপুরে পৌরশহরের চকলেঙ্গুরা গ্রামের আসাদ মিয়ার বাড়ীতে এক বিয়ের অনুষ্ঠান হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এ জমায়েত পন্ড করে দেয়া হয়। ইতিপুর্বে এলাকায় সকল ধরনের গণ-জমায়েত, পিকনিক, সভা-সমাবেশ সহ অন্যান্য জমায়েত না করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যপক মাইকিং করা হয়। এর পরেও এ ধরনের সমাবেশ এবং এলাকায় করোনা সচেতনতায় সকল জমায়েত নিষিদ্ধ করা হয়।
ইউএনও ফারজানা খানম বলেন, করোনা এখন জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দুর্গাপুর উপজেলাকে করোনা আক্রান্ত থেকে বাঁচাতে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রশাসনের একার পক্ষে এ মোকাবেলা রোখা সম্ভব নয়। বাজার মনিটরিং, বিদেশ ফেরত লোকদের পর্যবেক্ষন করা সহ সকল কাজে প্রশাসনকে সহায়তা করতে সকল শ্রেনী পেশার মানুষকে সহায়তা করতে আহবান জানানো হয়।