Logo
নোটিশ ::
Wellcome to our website...

দুর্গাপুরে করোনা বিজয়ীদের অভিনন্দন

রিপোর্টারের নাম / ৩৮৮ বার
আপডেট সময় :: শুক্রবার, ১২ জুন, ২০২০, ৩:০৭ অপরাহ্ন

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে করোনায় আক্রান্ত থেকে ৭ জনকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়ে ছাড়পত্র দিয়েছেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শুক্রবার দুপুরে সুস্থ্য হওয়া সাত জনকে এ ছাড়পত্র প্রদান করা হয়।

এ উপলক্ষে হাসপাতাল চত্বরে নিরাপদ দুরত্ব বজায় রেখে আক্রান্ত হওয়া ২২জনের মধ্যে সুস্থ্য হওয়া সাত জনকে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে ছাড়পত্র ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভিটামিন সি সম্বৃদ্ধ ১টি করে ফলের ব্যাগ প্রদান করা হয়। এছাড়া অন্যান্য রোগীদের হোম হোয়ারেন্টাইনে রেখে সরকারি ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা আহসান হাবিব, আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম, প্রেসক্লাব সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

ইউএনও ফারজানা খানম বলেন, কোভিড-১৯ এ দুর্গাপুর উপজেলা থেকে মোট সগৃহিত ৩১৩ টি নমুনা এর মধ্যে প্রাপ্ত ফলাফল ২৯৩। এর মধ্যে মোট ২২ জন আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে মহান আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে সাত জন সুস্থ্য হয়ে বাড়ী ফিরে যান। করোনা কে ভয় না পেয়ে, স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলকে আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com