দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এ পর্যন্ত ৫২জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১৯জন। রোববার বিকেলে এদের ১২জন করোনা জয়ীকে ছাড়পত্র প্রদান করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে করোনা বিজয়ীদের ছাড়পত্র প্রদান কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মো. আহসান হাবিব, আরএমও ডা. তানজিরুল ইসলাম, প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। ডাক্তারগন উপস্থিত সকলকে করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে সচেতনতার সহিত চলাচল করতে আহবান জানান।