দুর্গাপুর(প্রতিনিধি)প্রতিনিধি ; নেত্রকোনার দুর্গাপুরে করোনা জয়ী দুই স্বেচ্ছাসেবক সদস্যকে বরণ করে নিলেন করোনা পরিস্থিতি মোকাবেলার স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা। শনিবার দুপুরে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুল মিলনায়তনে তাদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক টিম আহবায়ক ও সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেনের স্কুলের প্রধার শিক্ষক একেএম ইয়াহিয়া, শিক্ষক আজিজুর রহমান রাসেল, মো. রফিকুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর ডা. মো. রমজান হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি আনিসুল হক সুমন, সাংবাদিক ওয়ালী হাসান তালুকদার সহ স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য বক্তিগন উপস্থিত ছিলেন।
করোনা মোকাবেলার বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করতে গিয়ে গত ১৩ ও ২২ জুন স্বেচ্ছাসেবক টিমের দুইজন সদস্যের করোনা শনাক্ত হওয়ায় তারা নিজ বাসায় থেকে চিকিৎসা নেয়। কয়েক দফা নমুনা পরীক্ষার পর তাদের করোনা রিপোর্ট নেগেটিভ আশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের সুস্থতার ছাড়পত্র দেয়।