দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শনিবার সকালে ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তি দুর্গাপুর পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, গত ২৮ জুন থেকে জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন ওই বৃদ্ধ। স্থানীয় ডাক্তার দেখিয়ে তিনি ওষুধ খাচ্ছিলেন। তার শারীরিক অবস্থা অবনতি হলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে চিকিৎসকরা উনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে করোনা পজেটিভ ধরা পরে। ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন। এ নিয়ে দুর্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত্র হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। দুর্গাপুর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৪.০৩ এর উপরে। এ মৃত্যুতে চারিদিকে আতঙ্ক বিরাজ করছে। লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন।