দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দূর্গাপুরে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির মাধ্যমে কোভিড-১৯ কালীন সময়েও জনসচেতনতা ও আইনি সহায়তা মূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।বুধবার বিকেলে এ নিয়ে কথা বলেন, ব্র্যাক এইচআরএল অফিসার কাজল দেবনাথ।
তিনি বলেন, আমরা করোনা ঝুকি মাথায় নিয়েও নিরাপদ দুরত্ব বজায় রেখে লিফলেট বিতরণ, মাইকিং, মাক্স পরিধানের অভ্যাস গড়ে তোলা এবং মোবাইল ফোনের মাধ্যমে স্থানীয় সুবিধাভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সচেতন করছি। কোভিড-১৯ পরিস্থিতিতেও এলাকার অসহায় নারী-পুরুষদের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে (আপোষ যোগ্য) অভিযোগ গ্রহণ করছি।
এছাড়া বিকল্প বিরোধ নিস্পত্তি (এডিআর) এর মাধ্যমে মীমাংসা করছি। আমরা মোবাইল ফোনে অভিযোগ গ্রহণ করছি ২০টি এবং এডিআর রেকর্ড করছি ৭টি। মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনার তথ্য সংগ্রহ ও ভুক্তভোগীদের আইনি পরামর্শ দেওয় হয় ৭টি। একজন ভুক্তভোগী কে দূর্গাপুর থানা পুলিশের মাধ্যমে বাচ্চা উদ্ধারে সহযোগিতা, ৭ জন অসহায় গরিব নারীকে বিকাশ এর মাধ্যমে জনপ্রতি ১,৫০০/- টাকা প্রদান সহ কিছু সংখ্যাক গরিব ও অসহায় মানুষ কে সাবান ও হারপিক প্রদান করা হয়।