দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : কনকনে শীতে সবাই যখন গায়ে গরম কাপড় জড়িয়ে আরামে ঘুমায় তখন কিছু মানুষ হাসপাতালের বিছানায় পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে কোনো রকম রাত কাটায়। এমন হতদরিদ্র রোগীদের কথা ভেবে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কম্বল নিয়ে তাদের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম। বুধবার দুপুরে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মেডিক্যাল অফিসার এএসএম তানজিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুনুর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম বলেন, অসহায় দরিদ্র শীতার্ত মানুষদের কম্বল দেয়া বড় কথা নয়, একজন মানুষ হিসেবে তাঁদের পাশে এসে দাঁড়াতে পেরেছি এটাই বড়। শীত মৌসুমে নানা রোগে আক্রান্ত হয়ে অনেক দু:স্থ্য রোগীই হাসপাতালে ছুটে আসেন, যার যা সাধ্য আছে তা নিয়ে ছিন্নমুল মানুষ সহ শীতার্তদের রোগীদের পাশে দাঁড়াতে স্থানীয় বিত্তবানদের অনুরোধ জানান তিনি।