দিগন্ত ডেক্স : নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ডিএসকে হ্যালো আই এম (হিয়া) প্রকল্পের বাল্যবিবাহ ও ঝড়ে পড়া রোধ বিষয়ে কমিউনিটি লিডারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১.০০ টায় গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মতবিনিময় সভায় প্রকল্প সহযোগি নিরন্তর বনোয়ারী এর সঞ্চালনায় গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন (মোতালেব) এর সভাপতিত্বে বিস্তারিত আলোচনা করেন প্রজেক্ট অফিসার (হিয়া) রুপন কুমার সরকার। অন্যদের মধ্যে আলোচনা করেন প্রজেক্ট ম্যানেজার (ইউবিআর) কাজী হুমায়ুন কবীর, গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ এর সদস্য শাহজাহান মিয়া, রেহানা আক্তার, নেটওয়ার্ক সদস্য নূর আলম প্রমুখ।