দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে ‘‘মুজিব বর্ষের মুলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’’ এই প্রতিপাদ্যে উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ওসি (তদন্ত) মীর মাহবুব আলম এর সঞ্চালনায় অফিসার ইন-চার্জ জনাব শাহ্ নুর-এ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী। অন্যদের মধ্যে আলোচনা করেন, কমিউনিটি পুলিশিং উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযুদ্ধা আলা উদ্দিন আল আজাদ, আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, এডভোকেট মানেশ সাহা, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশিং সদস্য তোবারক হোসেন খোকন, প্রেসক্লাব এর সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো. মোহন মিয়া, এসএমরফিকুল ইসলাম রফিক, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সমাজের অন্যায় অত্যাচার নিপাত করার লক্ষে প্রতি উপজেলাতেই পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। পুলিশি সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌছে দেবার লক্ষে সরকার গ্রাম পুলিশদের রাজস্ব খাতে নেয়ার পরিকল্পনা করছেন। সমাজ থেকে অন্যায় অত্যাচার বন্ধে অনলাইন পুলিশিং কার্যক্রম চালু রয়েছে, এখন থেকে ঘরে বসেই পুলিশের সেবা পেতে ৯৯৯ এর সেবা সম্পর্কে আলোচনা করা হয়। পুলিশের উন্নতসেবা ও পুলিশের কাজে সহায়তা করতে উপস্থিত সকলকে আহবান জানান।