দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘গভীর নিশীথে, হে মোর মানসী, আমার কল্পলোকে
কবিতার রূপে চুপে চুপে তুমি বিরহ-করুণ চোখে’’ এ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে সাহিত্যের ধারক-বাহক সাহিত্য সংসদ দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে স্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবী ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে নিরাপদ দুরত্ব বজায় রেখে এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সীমান্তবর্তী দাহাপাড়া গ্রামে এ আড্ডা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সাহিত্য সংসদ দুর্গাপুর উপজেলা শাখার সাহিত্য সংসদ এর সভাপতি কবি দুনিয়া মামুন এর সঞ্চালনায় সম-সাময়িক বিষয়, সাহিত্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরে আলোচনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক, প্রধান শিক্ষক ইয়াকুব আলী, কবি জীবন চক্রবর্ত্তী, সজিম সাইন, অনিন্দ্য জসিম, জনপদ চৌধুরী, ডাঃ মোঃ কামরুল ইসলাম, শিল্পী আনোয়ার হাসান প্রমুখ।,
বক্তারা বলেন, একজন সাহিত্য প্রেমী যুবক কখনোই অসামাজিক কাজে যুক্ত থাকতে পারে না। বর্তমান সমাজ ব্যবস্থায় যুবকদের ভিন্নপথ থেকে ফিরিয়ে আনতে সাহিত্য চর্চার কোন বিকল্প নাই। পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি সকলকে সাহিত্য চর্চায় মনোনিবেশ হওয়ার আহবান জানান।