দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : চৈত্র সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নেত্রকোনার দুর্গাপুরে সনাতন ধর্মালম্বী ঋষি সম্প্রদায়ের চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে দুর্গাপুরের দশভুজা বাড়ি মন্দির প্রাঙ্গনে এ পূজা অনুষ্ঠিত হয়।
চড়ক পূজা উপলক্ষে ঋষি সম্প্রদায়ের লোকজন হরপার্বতীসহ বিভিন্ন দেবতার সাজে ১৫ দিন আগ থেকে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে ধর্মীয় নৃত্য ও গান পরিবেশন করেন। ঋষি সম্প্রদায়ের দেবর্ষী সন্যাসী হরিমহন ঋষি জানান, এই চড়ক পূজার মাধ্যমে দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। চড়ক পূজা দেখতে নেত্রকোনা জেলার বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার দর্শনার্থীদের সমাবেশ ঘটে তবে সরকার ঘোষিত লকডাউনের কারনে স্বাস্থ্যবিধি মেনে এ পুজা অনুষ্ঠিত হয়।