দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, ওসি দুর্গাপুর থানা শাহ্ নুর এ আলম, সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু তাহের ভুইয়া, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, উপজেলা শিল্পকলা একাডেমি এর সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন প্রমুখ।
বক্তারা বলেন, জাতীর জনক শেখ মুজিব একটি আদর্শের নাম। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ৭ মার্চের মাহিত্য তুলে ধরতে উপস্থিত শিক্ষকদের অনুরোধ জানান। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব তুলে ধরে নানা বিষয়ে প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের অনুরোধ জানান।