দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদারের ঐচ্ছিক তহবিল থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য নগদ অর্থ বতরণ করা হয়েছে। সোমবার দুপুরে এ অর্থ বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকদের মাঝে এ অনুদান বিতরন করা হয়। এতে ১২৬ জন সভাপতি ও সাধারণ সম্পাদক কে ২হাজার করে মোট ২লাখ ৫২ হাজার টাকা বিতরণ করেন সাংসদ মানু মজুমদার। এই প্রথম অত্র এলাকাল কোন সংসদ সদস্য তার ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদান করলেন। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার, মসজিদ ও মন্দিরের সংস্কার কাজ করানোর জন্য ৭৪ বান্ডেল টিন ও চেক বিতরন করেন তিনি।
এসময় ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, উপজেলা আওয়ামী লীগ সদস্য বিপ¬ব মজুমদার, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সহ:সভাপতি সুমন চৌধুরী পাভেল সহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।