দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘দেশ, কল্যাণ, দারিদ্র বিমোচন, কর্মপরায়ণ ও উদ্ভাবন’’ এ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে নিরাপদ দুরত্ব বজায় রেখে এ দিবস উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে বে-সরকারি উন্নয়ন সংস্থা আইইডিএস‘র নির্বাহী পরিচালক শামীম কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল, সিনিয়র সাংবাদিক মো. মোহন মিয়া, নির্মলেন্দু সরকার বাবুল, তোবারক হোসেন খোকন, প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ, এনজিও কর্মী গ্রেসী রেমা প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন সম্প্রদায়ের হতদরিদ্রদের মাঝে ১শত কম্বল বিতরণ করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশে কর্মরত বে-সরকারি উন্নয়ন সংস্থা গুলো নানা ভাবে, নানা বিষয়ের উপর হতদরিদ্রদের নিয়ে কাজ করছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে এনজিও গুলো গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে আসছে। তাঁদের কাজে সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।