দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিরিধি : জেলার দুর্গাপুরে শুক্রবার রাত ০৮ ঘটিকার দিকে পৌরসভার দক্ষিণপাড়া পুলিশ মোড় এলাকায় এক প্রতিবন্ধি কিশোরী (১৭) সন্দেহ জনকভাবে চলাফেলা করতে থাকলে স্থানীয় দোকানীরা পুলিশে খবর দেয়। পরবর্তিতে পুলিশ এসে দোকানীদের সহায়তায় কিশোরীকে থানা হেফাজতে নিয়ে আসে।
এ নিয়ে শনিবার দুপুরে ওসি মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে দক্ষিনপাড়া মোড় এলাকায় ওই মেয়েটিকে দেখে স্থানীয় দোকানীরা থানায় খবর দিলে পুলিশ মেয়েটিকে থানা হেফাজতে নিয়ে আসে। কোথা থেকে দুর্গাপুরে এসেছে বা তার নাম ঠিকানা কি, জানতে চাইলে মেয়েটি কোন সদুত্তর দিতে পারছে না। অন্য সকলের সাথে অ-শোভন আচরন করছে।
কোন হৃদয়বান ব্যক্তি মেয়েটির পরিচয় কিংবা নাম ঠিকানা সম্পর্কে অবগত থাকলে দুর্গাপুর থানার মুঠোফোনে (০১৭৬৯-৬৯৩১৩৯) যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। ওই মেয়েটিকে উপজেলা সমাজসেবা দপ্তরের মাধ্যমে ভবঘুরে কেন্দ্রে পাঠানোর জন্য যোগাযোগ করেও কোন কাজ হচ্ছে না বলে জানান ওসি মিজানুর রহমান।