দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে একটি গাভীর একই সাথে দুইটি বকনা বাছুর প্রসব করেছে। মঙ্গলবার সকালে উপজেলার কাকড়াকান্দা গ্রামে মোঃ সুভাষ উদ্দিনের বাড়ীতে এ প্রসবের ঘটনাটি ঘটেছে।
দুর্গাপুর উপজেলার কাকড়াকান্দা গ্রামের গরুর মালিক মোঃ সুভাষ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,
ওইদিন সকালে গাভীটি প্রথমে একটি বকনা বাছুর প্রসব করে। পরে প্রায় আধা ঘণ্টা পরে আরেকটি বকনা বাছুর প্রসব করে। বর্তমানে গাভী ও দুই বাছুর সুস্থ আছে। তবে সচারাচর কোথাও এমন ঘটনা শোনা যায় বিধায় এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে তা দেখতে উৎসুক জনতা ওই বাড়ীতে ভীড় জমাচ্ছে।