দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘একুশ আমায় ডাক দিয়ে যায়-রক্ত দেবার প্রাণের নেশায়’’ এই প্রতিপাদ্যে শেষ হয়েছে ৩দিন ব্যপি একুশের গান শীর্ষক প্রশিক্ষণ। পিকেএসএফ এবং ডিএসকে এর যৌথ উদ্দ্যেগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
দুর্গাপুর ডিএসকে এর মাতৃসদন মিলনায়তনে বুধবার প্রশিক্ষনের সমাপনী দিনে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন, ডিএসকে‘র সিনিয়র ট্রেনিং অফিসার বিপ্লব সরকার, প্রধান শিক্ষক মল্লিকা রানী সাহা, হ্যালো আইএম (হিয়া) প্রকল্প‘র কর্মকর্তা রুপন সরকার, সমৃদ্ধি প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাংবাদিক ধ্রুব সরকার, সমৃদ্ধি প্রকল্পের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকর্তা বিষয়ক কর্মকর্তা দ্বীলিপ কুমার ঘোষ প্রমুখ।
সিনিয়র প্রশিক্ষক বিপ্লব সরকার বলেন, শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক চর্চা না করতে পারলে দেশের প্রতি ভালোবাসা জন্মাবে না। উপস্থিত অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক চর্চায় এগিয়ে আসার আহবান জানান। প্রশিক্ষনে গুজিরকোনা বালিকা উচ্চ বিদ্যালয় কৃষ্ণেরচর উচ্চ বিদ্যালয়, বিরিশিরি ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, বিরিশিরি পি,সি,নল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং কৈশোর ফোরাম সাংস্কৃতিক দলের সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।