দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনা জেলার দুর্গাপুরে করোনা ভাইরাস ইস্যুতে উপজেলা সমাজসেবা কার্যালয় দুর্গাপুর কর্তৃক পল্লী মাতৃকেন্দ্র হতে প্রাপ্ত বিশেষ অনুদান তহবিল থেকে কর্মহীন দুঃস্থ ব্যাক্তিদের মাঝে খাদ্য সামগ্রী (প্রতি জনকে ৫কেজি চাল, ২ কেজি আলু, ১/২কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিঃ সয়বিন তেল ও ২টি সাবান) বিতরন করা হয়েছে। সোমবার সকালে দুঃস্থ্যব্যক্তিদের উপস্থিতিতে ঐ সমস্ত সামগ্রী বিতরণ করেন স্থানীয় এমপি মানু মজুমদার।
দুর্গাপুর পৌরশহরের বড় বাজার এলাকায় বিতরণ কালে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, পৌর মেয়র আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, প্রেসক্লাব নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগের সভাপতি মো: আব্দুল হান্নান, সহ:সভাপতি সুমন চৌধুরী পাভেল, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া ক্যান্সার আক্রান্ত ০১ জন ব্যক্তির মাঝে চিকিৎসা অনুদান বাবদ ৫০ হাজার টাকা বিতরন করা হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, করোনা ইস্যুতে হতদরিদ্র লোকদের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে প্যাকেট বিতরণ করা হয়। এছাড়া সমাজসেবা অধিদপÍর থেকে চিকিৎসা সেবার চেক, শিক্ষাবৃত্তির চেক প্রদান, কর্মহীনদের খাদ্য সহায়তা, বিভিন্ন প্রকার ভাতা প্রদান সহ নানা সহযোগিতা প্রদান করছে প্রতিনিয়ত। এ কার্যক্রমে সকলকে সহায়তা করতে আহবান জানান।