দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে চলমান নানা বিষয় নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আব্দুল আজিজ এর সঞ্চালনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরেশ^র চক্রবর্ত্তী এর সভাপতিত্বে দুর্নীতি সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করেন বিশিষ্টি ব্যবসায়ি ও দুপ্রক সদস্য রনজিত সেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, দুপ্রক সদস্য ও প্রধান শিক্ষক বাসন্তি রানী সাহা, সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাইদ, নারী নেত্রী লুদিয়া রুমা সাংমা প্রমুখ।
উপজেলা দুপ্রক এর আয়োজনে আগামী ০৬ ডিসেম্বর দুর্গাপুর মুক্ত দিবস, ০৯ ডিসেম্বর দুর্নীতি প্রতিরোধ দিবস, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ও ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস গুলো পালনসহ দুর্গাপুর উপজেলা ও দুর্গাপুর পৌরসভার উন্নয়নে দিকনির্দেশনামুলক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।