দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মধ্যে পৌর এলাকার প্রায় ২শত অতিদরিদ্র ও গৃহবন্ধি মানুষদের মাঝে ঈদ সামগ্র বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নেত্রকোনা জেলা আওয়ামীলীগ সদস্য জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। বৃহস্পতিবার বিকেলে তার ব্যক্তিগত উদ্দ্যেগে এলাকাবাসির মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে সাম্মাম অটো রাইসমিল মাঠে করোনা ইস্যুতে গঠিত সেচ্ছাসেবকদের সহায়তা নিরাপদ দূরত্ব বজায় রেখে ঈদ সামগ্রীর প্যাকেট (চাল, ডাল, তেল, চিনি, সেমাই, দুধ, সাবান, আলু) বিভিন্ন ইউনিয়নের খেটে খাওয়া মানুষের হাতে তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে জেলা যুবলীগ আহবায়ক মাসুদ খান জনি, ডা. আরিফ জোবায়ের, প্রেসক্লাব নেতৃবৃন্দ, মহিলাআওয়ামীলীগ নেত্রী ও পৌর কাউন্সিলর বানী তালুকদার, পৌর কাউন্সিলর বকুল রানী দাস, নারী নেত্রী রাখী দ্রং, জবা সরকার, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সেচ্ছাসেবক নেতা মোমেন ইবনে সাইদ স্ট্যালিন, আনিসুল হক সুমন, ইলিয়াস তালুকদার সৌরভ, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নিতে দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পৌর এলাকার ২শত মানুষের মাঝে সামান্য ঈদ সামগ্রী বিতরণ করতে পেরেছি বলে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সাথে সকলকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল এবং করোনা ইস্যুতে নিজের সুরক্ষা নিশ্চিত করতে আহবান জানান।
উল্লেখ্য: ইতোপুর্বে তিনি ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ১হাজার মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ সামগ্রী বিতরণ করেন।