দুর্গাপুর(নেত্রেকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে করোনা সংক্রামন সন্দেহে ৩৪জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৫টি বাড়ি পুরোপুরি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এ পর্যন্ত ৫৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ডা.তানজিরুল ইসলাম রায়হান।
সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়ন ও ১টি পৌর সভার মধ্যে করোনা ভাইরাস সন্দেহে এ পর্যন্ত ১৩টি বাড়ি লকডাউন করে রাখা হয়েছে। নারায়নগঞ্জ, গাজীপুর ও ঢাকা থেকে ফেরত আসা ব্যক্তিদের করোনা সন্দেহে ইতোমধ্যে ৩৪ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহে পাঠানো হলে সংগ্রহকারী ব্যক্তিদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, আমরা করোনা মোকাবেলায় আপাদমস্তক চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিদিন নারায়নগঞ্জ, গাজীপুর ও ঢাকা থেকে শ্রমজীবী লোকজন এলাকায় প্রবেশ করছে। তাঁদের প্রত্যেককে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হচ্ছে। যাদের মাঝে ওইসব উপসর্গ আছে এমন খবর পাচ্ছি তৎক্ষনিক ভাবে তাঁদের নমুনা সংগ্রহ করে রিসোর্স সেন্টারে প্রেরণ করা সহ সকলকে ঘরে অবস্থান করতে অনুরোধ জানাচ্ছি। সবাই যদি স্বাস্থ্যবিধি ও সরকারী নিষেধাজ্ঞা মেনে চলে তাহলে দুর্গাপুর কে করোনা মুক্ত রাখা সম্ভব হবে ইনশাহ্আল্লাহ।