দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধ : দুর্গাপুরে নতুন করে আরো ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত একজন দুর্গাপুর পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ও অপরজন দুর্গাপুর পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তা।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহের পর রোববার রাতে তাদের রির্পোট করোনা পজেটিভ আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডা. এ এস এম তানজিরুল ইসলাম রায়হান জানান রোববার রাতে ২ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে।
এ উপজেলায় সর্বমোট সংগৃহিত ৩৭৮টি নমুনার মধ্যে প্রাপ্ত ফলাফল ৩২৮টি। এ নিয়ে মোট সনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫, সুস্থ ৭ জন।তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে নিরাপদ দুরত্ব বজায় রেখে চলাচল করতে পরামর্শ দিয়েছেন।