দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌর শহর এমপির মোড় এলাকায় শনিবার রাত ৩টার দিকে ফের এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৪টি দোকান ঘর ও একটি বাসার আসবাবপত্র ভস্মীভূত হয়। এতে ইরাদ ভেটেরিনারী ফার্মেসীতে থাকা প্রায় ৬ লাখ টাকার বেশি মালামাল আগুনে পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে পৌনে ৩টার দিকে আকস্মিকভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। উপস্থিত জনতা তাৎক্ষণিকভাবে পাশে থাকা পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হারুন অর রশীদের ইরাদ ভেটেরিনারী ফার্মেসী, সিরাজুল ইসলামের জোনাকী অটো, দুলাল মিয়া’র তোয়া ফার্নিচার ও হারুন অর রশিদের ঘরের রক্ষিত মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দুলাল মিয়া জানান, আগুনে ভস্মীভূত ক্ষতির পরিমাণ প্রায় বিশ লক্ষ টাকার উপরে হতে পারে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কোনো কারণ জানা না গেলেও অনেকেই ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, এএসপি দুর্গাপুর সার্কেল মাহমুদা শারমিন নেলী, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।