দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, প্রেসক্লাব ও সুশীল সমাজের অংশগ্রহনে নানা কর্মসুচীর মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে একুশের প্রথম প্রহর রাত ১২.০১মিনিটে উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের অংশগ্রহনে, পুষ্পস্তবক অর্পন, শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যানে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, সহকারী পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল মাহমুদা শারমিন নেলি, সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা সহ সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহনে উপজেলা শিল্পকলা একাডেমি ভাষা দিবসের কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম এর সভাপতিত্বে ভাষা দিবসের গুরুত্ব নিয়ে এক ভার্চুয়াল সভার আয়োজন করা হয়।
অপরদিকে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, পথ পাঠাগার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দুর্গাপুর শাখা মহান ভাষা দিবস উপলক্ষে পৃথক পৃথক কর্মসুচী গ্রহন করেছে।
বক্তারা বলেন, মহান ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। এ নিয়ে দেশকে ভালোবেসে সরকারের পাশাপাশি সর্বস্তরের প্রতিষ্ঠানকে কাজ করতে এগিয়ে আসতে হবে।