দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আইন সহায়তা কেন্দ্র (আসক) এর আঞ্চলিক কমিটির আয়োজনে আন্তর্জাতিকক মানবাধিকার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নানা আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে ‘‘রুখে দাঁড়াবো আবার-সবার জন্য মানবাধিকার’’ এই প্রতিপাদ্যে আসক আঞ্চলিক কমিটির সর্বস্থরের নেতৃবৃন্দের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দুর্গাপুর প্রেসক্লাব চত্তরে আসক এর সাধারণ আব্দুল ওয়াদুদ রতন এর সঞ্চালনায়, আসক‘র সভাপতি জয়াতা হাজং মানিক এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, দুর্গাপুর প্রেসক্লাব এর আহবায়ক সিনিয়র সাংবাদিক সাহাদাত হোসেন কাজল। অন্যদের মধ্যে আলোচনা করেন, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, এস.এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, তোবারক হোসেন খোকন, নিতাই চন্দ্র সরকার, প্রমুখ।
বক্তারা বলেন, সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা করতে সকলকে একযোগে কাজ করতে হবে। মানবাধিকার বিষয়ে বিভিন্ন যে ধাপগুলো রয়েছে, করোনা পরবর্তি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছে সে ধাপগুলো তুলে আলোচনা করা সহ নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য উপস্থিত সকলকে আহবান জানানো হয়।