দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবা দুপুরে সিনিয়র সহকারী জজ আদালত চত্তরে কন্ঠভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলায় কর্মরত আইনজীবী সমিতির সদস্যবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতি ক্রমে কন্ঠভোটের মাধ্যমে সিনিয়র আইনজীবী এম এ গনি কে সভাপতি ও সিনিয়র আইনজীবী অরবিন্দ শেখর রায় কে সাধারন সম্পাদক করে ১৫সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আইনজীবী অরবিন্দ শেখর রায় বলেন, প্রায় সকল আইনজীবী মিলে সকলের সাথে সকলেই পরামর্শ করে কন্ঠ ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে। উনারা আমায় যে সম্মান দিয়েছেন আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। আমি দায়িত্বে থাকা কালীন আইনজীবীদের কল্যানে কাজ করে যাবো।