Logo
নোটিশ ::
Wellcome to our website...

দুর্গাপুরে অসুস্থ্যদের চেক বিতরণ

রিপোর্টারের নাম / ৩৩২ বার
আপডেট সময় :: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ১১:২১ পূর্বাহ্ন

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে উপজেলা সমাজকল্যান পরিষদ থেকে ১৪ অসুস্থ্য রুগী ও ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় ১জন ভিক্ষুককে গরু বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে এ বিতরণ কার্যক্রম করা হয়।

এ উপলক্ষে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, পৌর মেয়র আলহাজ¦ মাও: আব্দুস ছালাম, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, যুবলীগ নেতা পাভেল চৌধুরী সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমপি মানু মজুমদার বলেন, দেশের প্রতিটি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী সমাজসেবা দপ্তরের মাধ্যমে এ ধরনের জনগনের দোড় গোড়ায় এ ধরনের সেবা দিয়ে থাকেন। প্রতিটি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষে সকল দপ্তরের উর্ধতনদের সাথে বিতরণ বিষয়ে খোজ-খবর নেন। যে কারনেই দেশের মানুষ বার বার বাংলাদেশ আওয়ামীলীগকে ক্ষমতায় দেখতে চায়। উপস্থিত সকল নেতাকর্মীদের দলের ভাবমুর্তি যাতে নষ্ট না হয় সে লক্ষে এক হয়ে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com