দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশের পাশাপাশি দুর্গাপুর লকডাউন থাকায় পৌরসভার ১নং ওয়ার্ডের খেটে খাওয়া মানুষ গুলো গৃহবন্ধি হয়ে পড়ে। এমন হতদরিদ্র ও কর্মহীন মানুষদের রাতের আঁধারে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। রোববার রাতে ওই ওয়ার্ডে প্রায় ১৫০জন কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ জানান, দেশের সফল প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায়, দেশের এই দুঃসময়ে মানবতার সেবা করতে আমার ব্যক্তিগত উদ্দ্যেগে সামান্য খাদ্য সামগ্রী নিয়ে গৃহবন্ধি মানুষের পাশে দাড়িয়েছি। এটা কোন সাহায্য নয়, করোনা ভাইরাস সম্পর্কে জন-সচেতনতা বৃদ্ধি করতে সরকারী নির্দেশনা গুলো মেনে, নিরাপদ দুরত্ব বজায় রেখে অবস্থান করতে সকলকে সচেতন করছি। দেশের স্বার্থে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত কেউ ঘর থেকে বাহির হবেন না। সেই সাথে এলাকার গৃহবন্দি মানুষদের সহায়তায় বিত্তশালীদের এগিয়ে আহবান জানান।
এ সময় ওয়ার্ড কাউন্সিলর নুরুল আকরাম খাঁন, স্থানীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ, আওয়ামীলীগনেতা সুভাষ সোম, বিশিষ্ট ব্যবসায়ি সুবল দে, পুরোহিত নির্মল চক্রবর্ত্তী, সহ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।