দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে একটি অজগর সাপ লোকালয়ে চলে এলে স্থানীয়রা সাপটিকে আটক করে। রোববার গভীর রাতে দুর্গাপুর সদর ইউনিয়নের নলুয়াপাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন জলাশয় থেকে আমীন খানের জালে প্রায় ১০ফুট লম্বা সাপটি ধরা পড়ে।
সোমবার দুপুরে আমিন খান উপজেলা প্রশাসনের কাছে সাপটিকে হস্তান্তর করলে প্রাণিসম্পদ ও বন বিভাগের কর্মকর্তারা প্রাথমিক চিকিৎসা শেষে সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা এর নির্দেশে গোপালপুল পাহাড়ে সাপটিকে অবমুক্ত করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রানী সম্পদ বিভাগের ভেটেনারী ডাঃ মাহাবুব উদ্দিন।