দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জেলার দুর্গাপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে শনিবার দুপুরে প্রত্যেক ক্ষতিগ্রস্থ্যকে নগদ ৩হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেছেন কলমাকান্দা উপজেলার সন্তান, আওয়ামীলীগ‘র কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য রোটারিয়ান আতাউর রহমান খান আঁখির।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কামাল হোসেন, শিক্ষক মো. শাহান, ফয়জুর রহমান বাবুল সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্যদের সকলের ঘরে ঘরে খোঁজ নিয়ে আঁখির বলেন, আপনাদের যে ক্ষতি হয়েছে তা পুরণ সম্ভব নয়, মহান সৃষ্টি কর্তার উপর ভরসা রাখুন। আপনাদের জীবনের কোন ক্ষতি না হয়ে মালের উপর গেছে। হয়তো আপনাদের সাময়িক কষ্ট হবে, আল্লাহ্ যা করেন সবই মঙ্গলের জন্য করেন। যে সহায়তা করেছি তা কিছু নয়। আমি শুধু আপনাদের খোঁজ খবর নিতে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য : গত মঙ্গলবার গভীর রাতে দুর্গাপুুুর পৌরশহরের পশ্চিম গলির কাপড়ের বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়।