দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুল হোসেন আকঞ্জি (৭৬) আর নেই। মঙ্গলবার সকাল ৭.৩০ ঘটিকার সময় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাস ভবন বিরিশিরিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন উপজেলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করে গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় এমপি মানু মজুমদার, উপজেলা প্রশাসন, কেন্দ্রীয় আওয়ামীলীগ‘র সদস্য রেমন্ড আরেং, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, পৌর মেয়র আলা উদ্দিন আলাল, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠন, দুর্গাপুর প্রেসক্লাব, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার সহ বিভিন্ন সামাজিক সংগঠন গুলো গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। ওইদিন বাদ মাগরিব তার নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।