দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সর্বোচ্চ আয়কর দিয়ে নেত্রকোনা জেলায় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সেরা তৃতীয় করদাতা-২০২০ পুরস্কারে ভূষিত হলেন দুর্গাপুর উপজেলার কৃতি সন্তান ব্যবসায়ী অঞ্জন সরকার লিটন। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের ময়মনসিংহে এক অনুষ্ঠানে ২০১৯-২০২০ অর্থ বছরের এ সম্মাননা প্রদান করা হয়।
এই সময় জাতীয় রাজস্ব বোর্ড এর কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁকে সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড প্রদান করা হয়। জাতীয় কোনো অনুষ্ঠান আয়োজন করলে ট্যাক্স কার্ডধারীদের আমন্ত্রণ জানানো হবে এবং এর পাশাপাশি তাদের জন্য স্থলপথ, জলপথ, আকাশপথ সব সরকারি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের পরিবারের সদস্যদের জন্য সেবা চিকিৎসার সুবিধা করে দেওয়া হবে।
উল্লেখ্য : অঞ্জন সরকার লিটন নিজ এলাকার লোকদের কাছে অত্যন্ত নিষ্ঠাবান একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত, সেরা করদাতা মনোনীত হওয়ায় দুর্গাপুর উপজেলার নাম সকলের কাছে উজ্জ্বল করে তুলে ধরলেন। তার এই সাফল্যে নেত্রকোনা জেলা তথা দুর্গাপুর বাসীর অহংকারে পরিনত হয়েছে।