দিগন্ত ডেক্স : রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর উত্তরপাড়া থেকে বৃহস্পতিবার (৬ মে) রাতে দুই কেজি গাঁজাসহ রিক্তা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে রাজবাড়ীর পাংশা উপজেলার চরআফড়া গ্রামের আহম্মদ আলীর স্ত্রী।
রাজবাড়ী সদর থানার এস আই হিরন কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই কেজি গাঁজাসহ ওই নারীকে গ্রেপ্তার করা হয়। সে তার বাবার বাড়িতে অবস্থান করছিলো। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।