দিগন্ত ডেক্স : শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের দুইদিন পর আলী হোসেন নামে ২০ মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৫ মে) বিকালে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু আলী হোসেন উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের উত্তর বানিয়াপাড়া (আসামপাড়া) গ্রামের কাপড় ব্যবসায়ী জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহত শিশুর পরিবার সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ির সামনে থেকে শিশু আলী হোসেন নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে খুজাখুজির পর না পেয়ে ১৪ মে ঝিনাইগাতী থানায একটি সাধারণ ডায়েরী করেন জসিম উদ্দিন। পরে শুরু হয় পুলিশী অভিযান। মালিঝিকান্দা বিট পুলিশ কর্মকর্তা এসআই মাসুদ রানার নেতৃত্বে গত দুইদিনের চিরুনি অভিযানে শনিবার বিকাল সাড়ে তিন টায় বানিয়াপাড়া গ্রামের চাঁন মিয়ার পুকুরের পাশের ডুবার পানিতে কচুরিপানার নিচ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে থানা পুলিশ। খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ি সার্কেল) আফরেজা নাজনীন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনাস্হল পরিদর্শন করেন । পরে লাশ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।